সিরাজগঞ্জ কারাগারে জামায়াত নেতা রফিকুল ইসলাম

নাশকতার এক ডজন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানকে কারাগারে পাঠিয়েছে সিরাজগঞ্জের আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 04:27 PM
Updated : 7 Oct 2021, 04:27 PM

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এবং বিচারিক হাকিম আদালত এই আদেশ দেয়।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুপুরে জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে জেলার এই দুই আদালতে হাজির করা হয়।

“পরে ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর পৃথক আদেশ দেয় ওই দুই আদালত। এরপরই পুলিশের বিশেষ পাহারায় তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।” 

রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া থানায় ১২টি নাশকতার মামলা রয়েছে।

“গত ৫ সেপ্টেম্বর একটি নাশকতার মামলায় ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর বুধবার বিকালে পুলিশের একটি টিম ঢাকা থেকে তাকে সিরাজগঞ্জ নিয়ে আসেন।”

রাতে সিরাজগঞ্জ কারাগারে রাখার পর পুলিশের ওই টিমটি দুপুরে তাকে আদালতে হাজির করে।