নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 10:53 AM
Updated : 7 Oct 2021, 10:53 AM

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলী (গুচ্ছগ্রামে) গ্রামের আনসার গাজীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও একই গ্রামের হায়াত আলী গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী (৪৭)।

নড়াইল আদালতের পিপি মো. ইমদাদুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক এ দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বরাতে ইমদাদুল বলেন, ২০১৩ সালের ৭ অগাস্ট নড়াইল সদর উপজেলার আবাদ গ্রামের যশোর-নড়াইল সড়কে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় যশোর থেকে আসা একটি ইঞ্জিনচালিত আলমসাধুর চালক জাহাঙ্গীর আলম ও তার সঙ্গে থাকা আব্দুল হাকিমকে ১ হাজার ২২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। 

পরে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান পিপি।