হাজী দানেশ বিশ্ববিদ্যালয় খুলছে ১৮ অক্টোবর

করোনাভাইরাসে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সশরীরে ক্লাস ও পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 10:26 AM
Updated : 7 Oct 2021, 10:26 AM

গত মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে আগামী ১১ অক্টোবর রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ৬ মাসের স্থলে ৪ মাসে সেমিস্টার সম্পন্ন করতে এবং ক্লাস আওয়ার ঠিক রেখে প্রতিটি ক্লাস ৫০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ১৮ থেকে ২০ অক্টোবর তিন ধাপে বিশ্ববিদ্যালয়ের সাতটি হল খুলে দেওয়ার পর ২১ অক্টোবর থেকে অনলাইন এবং অফলাইনে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। তবে হলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের করোনাভাইরাসের অন্তত একটি ডোজ গ্রহণের কার্ড প্রদর্শন করতে হবে।

এছাড়া কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ফজলুল হক।