শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট চলছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 06:35 AM
Updated : 7 Oct 2021, 06:52 AM

গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেলে পদটি শূন্য হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসিম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার ৮০টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

এ উপজেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন।

সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। তবে নারী ভোটারদের কম আসতে দেখা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। সকালে স্ব-স্ব কেন্দ্রে গিয়ে প্রার্থীরা ভোট দেন।

ভৈরব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রাজত শুভ্র চক্রবর্তী বলেন, সকাল থেকে ভোটারের সংখ্যা কম ছিল; সময় বাড়ার সঙ্গে তা বেড়েছে। তার কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট হচ্ছে। 

এদিকে উপজেলার ৮০টি কেন্দ্রেই বিপুল পুলিশ ও বিজিবির উপস্থিতি দেখা গেছে।

মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠ করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটি সেন্টারেই বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।