খুলনায় স্ত্রী হত্যায় পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রী হত্যার দায়ে এক পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2021, 02:34 PM
Updated : 6 Oct 2021, 02:34 PM

বুধবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. মাহমুদ আলম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মাহমুদ আলম খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন বলেন, চাকরি সূত্রে খুলনার ফুলতলা উপজেলার যোগিপোল ইউনিয়নের এক বাড়িতে ভাড়া থাকতেন মাহমুদ আলম ও তার স্ত্রী যোহানা আক্তার ঊষা।

“পারিবারিক কলহের জেরে ঊষাকে শ্বাস রোধ করে হত্যা করেন মাহমুদ। ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে ওই বাড়ি থেকে ঊষার লাশ উদ্ধার করা হয়।”

মাহমুদ লিটন জানান, এ ঘটনায় ঊষার ভাই জি এম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নৃপেন বিশ্বাস ওই বছরের ১৫ অগাস্ট মাহমুদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

যোহানা আক্তার ঊষার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামে।