পটুয়াখালীতে ৮ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে আট লাখ টাকার কারেন্ট জাল জব্দ করার পর ধ্বংস করেছে জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2021, 05:30 AM
Updated : 6 Oct 2021, 06:10 AM

জেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে শহরের ডিসি ঘাট এলাকায় জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও পটুয়াখালী কোস্টগার্ড কন্টিজেন কমান্ডার মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম বলেন, লোহালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়েছে।

“মা ইলিশ রক্ষায় দুইদিনে জেলায় ১৪ হাজার ৩৩ মিটার অবৈধ জাল জব্দ করা হয়; যার বাজারমূল্য  আনুমানিক ২৮ লাখ ৬৬ হাজার টাকা।”