শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলছে ২৫ অক্টোবর

করোনা মহামারীর কারণে বন্ধ থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেড় বছর পর আগামী ২৫ অক্টোবর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 05:47 PM
Updated : 5 Oct 2021, 05:47 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। এছাড়া ২৬ তারিখ অনার্স ৩য় বর্ষের এবং ২৭ তারিখ ২য় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে হবে।

গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করা হয় এ বিশ্ববিদ্যালয়।