দিনাজপুরে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, বাবা-মায়ের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুরে পাঁচ বছর আগের একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার বাবা-মাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 10:56 AM
Updated : 5 Oct 2021, 10:56 AM

মঙ্গলবার দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনালের বিচারক শরিফ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত সামিউল ইসলামের বাড়ি হাকিমপুর উপজেলার মুহারাপাড়া গ্রামে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সামিউলের বাবা আমজাদ হোসেন ও মা ছানোয়ারা বেগম।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকিমপুর উপজেলার মুহারাপাড়া গ্রামের মামুনুর রশিদের চার বছরের ছেলে আফতাহি আল রশিদকে ২০১৬ সালের ১১ এপ্রিল বিকালে বাড়ির পাশ থেকে অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে শিশুটির পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা মোবাইল ফোন  ট্র্যাক করে সামিউলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সামিউল অপহরণ ও হত্যার কথা স্বীকার করে।  এরপর সামিউলের বাড়ির ছাদ থেকে আফতাহির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সামিউল, তার বাবা আমজাদ ও মা ছানোয়ারাকে আসামি করে হাকিমপুর থানায় হত্যা মামলা করেন বলে ।