শার্শায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ৩

যশোরের শার্শায় ট্রাকের সঙ্গে থ্রি-হুইলার মাহেন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 09:18 AM
Updated : 5 Oct 2021, 03:31 PM

নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে শার্শা উপজেলার নীলকান্ত মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন শার্শার বাগআচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে মাহেন্দ্রচালক নুরু গাইন (৪৫), শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে মাহেন্দ্রযাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) এবং আরেক মাহেন্দ্রযাত্রী শার্শার সম্বন্ধকাটি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মোমেনা বেগম (৬৫)।

আহতরা হলেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের মঞ্জুয়ারা খাতুন (৩৫) ও মান্দারবাড়িয়া গ্রামের শিমুল (১৫)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি আসাদুজ্জামান জানান, বাগআচড়া থেকে নাভারনমুখী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মাহেন্দ্রচালক নূর নুরু গাইন ঘটনাস্থলে মারা যান।

“আহত চার জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মোমেনা বেগম ও রাকিবুল ইসলাম রাকিব মারা যান।”

ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়েছে; তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আহত চার জনকে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগে মারা যান রাকিবুল। দুপুর আড়াইটার দিকে মারা যান মোমেনা বেগম।

আহত দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।