ফরিদপুরে এনজিওকর্মী ধর্ষণ-হত্যা: একজনের যাবজ্জীবন

ফরিদপুরে এক যুগ আগে এক এনজিও কর্মীকে ধর্ষণ ও হত্যা মামলায় রিপন মোল্লা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 08:58 AM
Updated : 5 Oct 2021, 08:58 AM

মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রিপন মোল্লা বোয়ালমারীর দাদপুর গ্রামের কুরবান মোল্লার ছেলে। 

যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালের ১২ জুলাই বোয়ালমারীর দাদপুর গ্রামের স্থানীয় এনজিওকর্মী এক নারী অফিস থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রিপন মোল্লা ও তার অনুসারীরা ওই নারীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ৈ হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ১৩ জুলাই বোয়ালমারী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় খালাসপ্রাপ্তরা হলেন- সাইদ মাতুব্বর, ফজর খাঁ, বক্কার মোল্লা, রাফিক মোল্লা, মিকু মাতুব্বর, রঞ্জু সরদার, বিপুল সরদার ও ওবায়দুর মোল্লা।