রাতের আঁধারে ইউপি সদস্যের ঘরে হাতবোমার বিস্ফোরণ, আহত ২

মাদারীপুরের কালকিনিতে এক ইউপি সদস্যের বসতঘরে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরটি বিধ্বস্ত এবং ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2021, 08:28 AM
Updated : 5 Oct 2021, 08:55 AM

উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার ঘরে মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদারীপুরের পুলিশ সুপার গোলম মোস্তফা রাসেল জানান।

আহতরা হচ্ছে ইয়ামিন বেপারী (৪৫) ও সুমন সিকদার(৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার বলেন, “সিডিখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সমর্থক ইউপি সদস্য মন্নান মোল্লার ঘরে মঙ্গলবার রাতে হাতবোমা তৈরি হচ্ছিল।

“এ সময় সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটির টিনের চালা ও বেড়া উড়ে যায় এবং দুজন গুরুতর আহত হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়ার সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যন পদপ্রার্থী মিলন মিয়ার মধ্যে বিরোধ চলছিল বলে তারা স্থানীয়দের কাছে শুনেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল বলেন, সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ‘বিশৃঙ্খলার উদ্দেশ্যে’ চাঁন মিয়ার সমর্থক ইয়ামিন আর সুমন্ বোমা তৈরি করছিল। এ সময় বিস্ফোরণ ঘটলে তারা আহত হন।

ইয়ামিন আর সুমনকে পুলিশের পাহাড়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।