শিমুলিয়া-বাংলাবাজার পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৪৭ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে আবার চালু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 06:57 AM
Updated : 4 Oct 2021, 06:57 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক এজিএম শফিকুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে ‘ফেরি কুঞ্জলতা’ শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে গত ১৮ অগাস্ট থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতদিন শুধু দিনের বেলা ছোট লঞ্চ দিয়ে পদ্মা পাড়ি দিতে হচ্ছিল যাত্রীদের। এতে এই নৌপথে চলাচলকারীদের বিড়ম্বনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ও নেতিবাচক প্রভাব পড়ে।

শফিকুল বলেন, “পদ্মা সেতু এড়িয়ে চলতে গত ২৬ অগাস্ট শিমুলিয়া থেকে ৮ কিলোমিটার দূরে শরীয়তপুরে মাঝিরকান্দি ঘাট প্রস্তুত করা হলেও নাব্য সংকটের কারণে সেটি চালু করা সম্ভব হয়নি।

“এদিকে ফেরি চালুর খবরে শিমুলিয়া ঘাটে সোমবার সকাল থেকেই যানবাহন আসতে শুরু করে। দুপুরের দিকে ছোটবড় ৩৫টি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।”

ফেরি কুঞ্জলতা যদি সফলভাবে চ্যানেল পাড়ি দিতে পারে তাহলে ফেরি আবার স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।