শিক্ষকের কোভিড, বান্দরবানে একটি স্কুল এক সপ্তাহ বন্ধ

এক শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বান্দরবানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহর জন্য বন্ধ করা হয়েছে।  

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 05:25 PM
Updated : 3 Oct 2021, 05:25 PM

রোববার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার কোভিড শনাক্ত হয় বলে ইউএনও সালমা ফেরদৌস জানিয়েছেন।

ওই শিক্ষিা বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশন রয়েছেন বলে জানান ইউএনও।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম জানিয়েছেন, শিক্ষকের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি এড়াতে এই স্কুলটি আগামী ৯ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্কুলটি খোলা হবে।

স্কুলটিতে ১০ জন শিক্ষক ও সাড়ে চারশ শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা সুস্থ রয়েছেন বলে শফিউল আলম জানান।

স্কুলটির প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় দুই শিক্ষক তাদের নমুনা পরীক্ষা করান; তাদের মধ্যে একজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত শিক্ষকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন স্কুলটি এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়।