ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

ঝিনাইদহ মুখ্য বিচারিক হাকিম আদালতের মালখানায় ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে একজন নিহত ও এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 12:16 PM
Updated : 3 Oct 2021, 12:16 PM

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।

নিহত শফিকুল ইসলাম (৩০) ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের বসির উদ্দিনের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের রাজিব হোসেন (২৮), মোস্তাক আহমেদ (২৭), আজাদ (২৮) ও পুলিশ কনস্টেবল অনুপম ঘোষ।

আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে আজাদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাজিব ও মোস্তাককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী নুর আমিন জানান, মুখ্য বিচারিক হাকিম আদালতের মালখানায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আদালতে থাকা লোকজন ছুটে গিয়ে দেখতে পান মালখানার দরজা, জানালা ভেঙে পড়েছে এবং ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখান থেকে আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

“আহদের মধ্যে ওয়েল্ডিং মিস্ত্রী শফিকুল ইসলাম মারা গেছেন।”

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, বিচারিক হাকিম আদালত ভবনে মালখানায় পুলিশ হেফাজতে বিভিন্ন মামলার আলামত জমা রাখা হয়। সকাল থেকে ওয়েল্ডিং মিস্ত্রীরা কাজ করছিলেন।

“ওয়েল্ডিংকালে সম্ভবত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে,“ বলেন এসপি মুনতাসিরুল ইসলাম।