করোনাভাইরাস: বাগেরহাটের শিকদারবাড়িতে এবারও দুর্গাপূজা হচ্ছে না

‘দেশের সবচেয়ে বেশি প্রতিমার’ জন্য পরিচিত বাগেরহাটের শিকদারবাড়িতে এবারও শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়নি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2021, 08:43 AM
Updated : 3 Oct 2021, 08:43 AM

করোনাভাইরাস মহামারীতে সংক্রমণ আশঙ্কায় দ্বিতীয় বারের মতো দেশের বৃহত্তর পূজার আয়োজন করা হয়নি বলে আয়োজকরা জানিয়েছেন।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদারবাড়িতে ২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে প্রথম দূর্গাপূজার জমকালো আয়োজন শুরু হয়। সেই থেকে প্রতিবছর বড় পরিসরে পূজা হয়ে আসছে।

মহামারী শুরুর আগে ২০১৯ সালে শিকদার বাড়িতে ৮০১টি প্রতিমা দিয়ে দূর্গাপূজা আয়োজন করা হয়েছিল।

শিকদারবাড়ির পূজার আয়োজক লিটন শিকদার  বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, “শিকদারবাড়িতে প্রতিবছর পূজার ছয় মাস আগে থেকেই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এ বছর যখন প্রতিমা তৈরির কাজ শুরু সময়ে  দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়।

“যার কারণে আমরা এ বছরও পূজার আয়োজন না করার সিদ্ধান্ত নেই।”

“পূজা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে এই পূজামণ্ডপে। ফলে সরকারের স্বাস্থ্যবিধি সামাজিক দুরত্ব মেনে এই উৎসব করা সম্ভব হবে না।”

তবে আচার ও স্বাস্থ্যবিধি মেনে পারিবারিকভাবে পূজার আয়োজন করা হয়েছে বলে জানান লিটন।

হাকিমপুর গ্রামের জয়ন্ত বিশ্বাস বলেন, “গত কয়েক বছর ধরে শিকদারবাড়িতে দেশের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই এলাকার ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পূজার সময় এক হয়ে কাজ করে। ওই কয়েকদিন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বড় মিলনমেলায় রুপ নেয়।

“কিন্তু করোনাভাইরাস মহামারীতে এ বছর তা সম্ভব হচ্ছে না।”

অর্পিতা হালদার বলেন, শিকদারবাড়ির পূজা দেখতে দেশ বিদেশের হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই গ্রামে। এবছরও করোনাভাইরাসের সংক্রমণ থাকায় বড় পরিসরে পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক পরিবারটি।

একই এলাকার মনিরুজ্জামান বলেন, পূজার উৎসবে বিপুল মানুষের সমাগমে স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কায় শিকদারবাড়িতে এবছরও পূজার আয়োজন করেনি। ভবিষ্যতে করোনাভাইরাসের সংক্রমণ কমলে আবারও বড় পরিসরে হবে বলে আশা করি।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী বলেন, “ব্যক্তি উদ্যোগে দেশের সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে হাকিমপুরের শিকদারবাড়িতে দুর্গাপূজা হয়। করোনাভাইরাসের সংক্রমণ থাকায় গত বছর সেখানে পূজা হয়নি।

“এই মণ্ডপে পূজা দেখতে প্রচুর মানুষের সমাগম ঘটে। সংক্রমণ এড়াতে এবছরও বড় করে হচ্ছেনা।”

তিনি বলেন, স্বাস্থ্যবিধির বাইরে পূজার আয়োজন না করতে কেন্দ্রেরও নির্দেশনা এসেছে। করোনাভাইরাসের সংক্রমণ বর্তমানে কমের দিকে থাকলেও পূজায় তারা স্বাস্থ্যবিধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় জানান, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। করোনাভাইরাসের সংক্রমণে জেলায় অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। তাই আমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করব।

মন্দির কমিটিগুলোকে স্বাস্থ্যবিধি মানতে কঠোর হতে পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এবার বাগেরহাটের নয় উপজেলায় এ বছর ৬৩৩টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।