জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস শুরু দশ দিন পর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ১১ অক্টোবর খুলে দেওয়া হচ্ছে। আরও দশ দিন পর ক্লাস শুরু হবে।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 05:28 PM
Updated : 2 Oct 2021, 05:28 PM

শনিবার এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাস। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো অনলাইন বা অফলাইন ক্লাসে অংশ নিতে পারবে।”

এদিকে, দুপুরে নিবন্ধক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা ৫ অক্টোবরের মধ্যে হল খোলার দাবি জানান।

এর আগে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের এক সভায় ২১ অক্টোবর হল খোলার জন্য সুপারিশ করা হয়। সুপারিশের প্রেক্ষিতে শনিবার সিন্ডিকেট সভায় ১১ তারিখ হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।