মহাত্মা গান্ধীর ভাস্কর্য হলো আত্রাইয়ে

নওগাঁর আত্রাইয়ে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে তার ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 03:11 PM
Updated : 2 Oct 2021, 03:11 PM

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী শনিবার সকালে আত্রাই উপজেলার গান্ধী আশ্রম এলাকায় এই ভাস্কর্যের উদ্বোধন করেন।

১৮৬৯ খ্রিস্টাব্দের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত।  

আত্রাই গান্ধী আশ্রমের সাধারণ সম্পাদক নিরঞ্জণ দাস জানান, প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের উদ্যোগ ও অর্থায়নে গান্ধী আশ্রমের অদূরে তিন মাথার মোড়ে এই ভাস্কর্য নির্মাণ শুরু হয়েছিল।   

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আত্রাই গান্ধী আশ্রম, বঙ্গীয় রিলিফ কমিটি ও খাদি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এই ভাস্কয নির্মিত হয়। এর শিল্পী ছিলেন আত্রাইয়ের ভাস্কর ডন।

তবে এর নির্মাণ ব্যয় কত এবং সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর কারা এতে অর্থ ব্যয় করেছেন তার কোনো তথ্য পাওয়া যায়নি।

ভাস্কর্য উদ্বোধন শেষে গান্ধী আশ্রমে বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়াম লীগের সাংগাঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভা হয়।

এতে সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, ইউএনও ইকতেখারুল ইসলাম, থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী প্রমুখ বক্তব্য দেন।