হতদরিদ্রদের ১০ টাকার চাল: তালিকায় চেয়ারম্যানপুত্রের নাম

বরগুনার বেতাগী উপজেলায় হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল বিতরণের তালিকায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলের নাম তোলা হয়েছে।  

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 12:44 PM
Updated : 2 Oct 2021, 12:44 PM

সদর ইউনিয়নের একটি তালিকার ১০ নম্বর ক্রমিকে চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের ছেলে মো. গোলাম শাহরিয়ার মনিরের নাম রয়েছে।

গোলাম শাহরিয়ার মনির বেতাগী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

তালিকায় তার নামের পাশে পেশা হিসেবে দিনমজুর উল্লেখ করা হয়েছে।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র সুবিধাভোগী প্রতি পরিবারকে ১০টা কেজি দরে চাল দেওয়া হবে। প্রতি মাসে একটি পরিবার ৩০ কেজি চাল পাবে।

তালিকায় নাম থাকা বিষয়ে গোলাম শাহরিয়ার মনির বলেন, “আমার কোনো ইনকাম নেই। এটা প্রধানমন্ত্রীর একটা খাদ্য কর্মসূচি। এ জায়গায় যে কারো নাম থাকতে পারে। আমার চেয়ে বড় বড় ফ্যামিলির নামও এই জায়গায় আছে।”

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ূন কবির বলেন, “আমার ছেলে একজন দিনমজুরের জন্য নামটি লিখিয়েছে। পরে সে নামটি আরেক জনকে দিয়ে দিয়েছে।”

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের নামের তালিকায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।