মেহেরপুরে জমি নিয়ে সংঘর্ষে  নিহত ১

মেহেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 07:46 AM
Updated : 2 Oct 2021, 07:46 AM

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শামসুল ইসলামের (৬৫) বাড়ি ওই এলাকায়।

নিহতের ছেলে পল্লী চিকিৎসক আব্দুস সামাদ বলেন, বসতভিটা ও জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে প্রতিপক্ষ শরীফ হালসোনাদের সঙ্গে শনিবার সকালে শামসুল ইসলামের কথা কাটাকাটি হয়।

এর কিছু সময় পর শরীফ ও তার লোকজন শামসুলের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাবাকে ধরে নিয়ে গিয়ে গলাটিপে ধরে।

তিনি বলেন, “পরে আমাদের চিৎকারে গ্রামের আশপাশের লোকজন গিয়ে বাবাকে উদ্ধার করে।

“পরে গ্রামবাসীর সহযোগীতায় বাবাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল উদ্দীন জানান, সামছুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তবে তার শরীরে কোথাও কোনো আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।