রাজবাড়িতে পদ্মার তীর সংরক্ষণ বাঁধে ভাঙ্ন

রাজবাড়ির সদর উপজেলায় পদ্মার তীর সংরক্ষণ বাঁধের অন্তত দুইশ মিটার অংশে ভাঙন শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 06:33 AM
Updated : 2 Oct 2021, 08:08 AM

ইতোমধ্যে উপজেলার মিজানপুর্ ইউনিয়নের সিলিমপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিসিব্লকসহ তিনটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, পদ্মার ভাঙনে নদীর পাড়ে থাকা বসতিরা তাদের ঘর থেকে আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরানোর কাজ করছে।

নদীতে বিলীন ভিটেমাটি হারানো পরিবারের নারী ও শিশুরা সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় শ্রমিকেরা জিও ব্যাগ ফেলে ভাঙ্ন ঠেকানোর চেষ্টা করছে।

সিলিমপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত আলী হিরু বলেন, “নদী ভাঙতে ভাঙতে পৌরসভার মধ্যে ঢুকে পড়েছে। এরই মধ্যে এ পৌরসভার তিনটি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। আরও ২০টি পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।”

একই এলাকার আলম ব্যাপারী বলেন, পদ্মার ভাঙনে এরই মধ্যে ঘরটা বিলীন হয়ে গেছে। ভাঙনের সময় ঘরের কিছু আসবাবপত্র সরিয়ে নিতে পেরেছিলেন।

নাসরিন বেগম বলেন, তার বিয়ের পর নদী কয়েক কিলোমিটার দূরে ছিল। ভাঙতে ভাঙতে এখন তাদের বসতভিটাও নদীর কাছাকাছি চলে যাচ্ছে।

“এভাবে ভাঙন অব্যাহত থাকলে দুই একদিনের মধ্যে বসত বাড়িটাও নদীতে হারিয়ে যাবে।“

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে এই ভাঙন সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ভাঙন কবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।