এস এম সুলতান আর্ট ক্যাম্প অনুষ্ঠিত নড়াইলে

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে নড়াইলে এক দিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2021, 12:46 PM
Updated : 1 Oct 2021, 12:46 PM

জেলা শহরের মাছিমদিয়ায় অবস্থিত শিশুস্বর্গে শুক্রবার ‘এস এম সুলতান আর্ট ক্যাম্প’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

দিনব্যাপী এই ক্যাম্পে নড়াইলসহ ঢাকা, যশোর, খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজশাহী ও ময়মনসিংহ জেলার ৩৬ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।

এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী জানান, জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় এ আর্ট ক্যাম্প ও প্রদর্শনী আয়োজন করেছে।     

শনিবার [২ সেপ্টেম্বর] বেলা ১১টায় আর্ট ক্যাম্পের শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

এস এম সুলতান ১৯২৩ সালের ১০ অগাস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

করোনা মহামারীর কারণে একটু পিছিয়ে জন্মদিনের এই অনুষ্ঠান আয়োজন করা হলো বলেন অনাদী বৈরাগী জানান।

উদ্বোধনী অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, চিত্রশিল্পী বিমানেষ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।