কাশিমপুর কারাগারে নারী নির্যাতন মামলার বাদী-আসামির বিয়ে

আদালতের নির্দেশে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশুনির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলার বাদী-আসামির বিয়ে হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 05:04 PM
Updated : 30 Sept 2021, 05:04 PM

বৃহস্পতিবার দুপুরে কারাগারের দপ্তর কক্ষে ২০ লাখ এক টাকার দেনমোহরে এই বিয়ে হয় বলে জানান জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন।

তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কেএম আক্কাসের (৪০) সঙ্গে সাজেদা আক্তার (৩৫) নামে এক নারীর এই বিয়ে হয়। সাজেদা নারী ও শিশুনির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলার বাদী। আর আক্কাস সেই মামলার আসামি।

কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান বলেন, এ বছর মার্চের দিকে মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কেএম আক্কাসকে এ কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে এই বিয়ে হয়। কারাগারে বর-কনেসহ উভয়পক্ষের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। তাদের সবার সম্মতিতে বিয়ে হয়েছে।