জাহাঙ্গীরনগরের বনিকে বাবার কাছে হস্তান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনি আমিন ফকিরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 12:33 PM
Updated : 30 Sept 2021, 12:33 PM

র‌্যাব ৪-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতিতে তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি বেসরকারি মেস থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনিকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়। তবে র‌্যাব সে সময় তাকে তুলে নেওয়ার কথা অস্বীকার করে।

এএসপি জিয়াউর রহমান বলেন, “কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বনি আমিন ফকিরকে এনেছিলাম। তবে সেসবের প্রমাণ না পাওয়ায় আমরা তাকে ছেড়ে দিয়েছি।”

হস্তান্তরের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন।

সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আমাকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয় থেকে। আমি র‌্যাব ৪-এর দপ্তরে গিয়ে বনিকে তার বাবার কাছে হস্তান্তরের সময় ছিলাম।

“কিছু উগ্র গোষ্ঠী বনিকে টার্গেট করেছিল। সেই প্রেক্ষিতে র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়েছিল বলে জেনেছি।”

বনির বাবা আব্দুল জলিল ছেলেকে বুঝে পাওয়ার কথা জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।