চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মায় নৌকা ডুবে নাতনি ও নানিসহ চারজনের মৃত্যু হয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও পাঁচ-সাতজন।

চাঁপাইনাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 02:55 PM
Updated : 29 Sept 2021, 03:09 PM

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার বেলা পৌনে ২টার দিকে তারা এই দুর্ঘটনায় পড়েন বলে উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন জানান।

তিনি বলেন, তার ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে একটি নৌকা দশরশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীতে বেশি স্রোত থাকায় নৌকাটি পথে উল্টে যায়। ২০-২২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দশরশিয়া গ্রামের নিলুফা ইয়াসমিন (৫০) ও নাতনি মাইসা (৫) মারা যান।

পরে সদর উপজেলার নারায়ণপুর বান্নাপাড়া গ্রামের নেস বাবু (৫) ও দেবী খাতুন (৭) মারা যায় বলে জানান শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন।

তাছাড়া এ ঘটনায় আরও পাঁচ-সাতজন নিখোঁজ রয়েছেন, যাদের ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন চেয়ারম্যান জালাল উদ্দীন।