জয়পুরহাটে অপহরণের দায়ে ২ কিশোরের সাজা

জয়পুরহাটে এক শিশুকে অপহরণের দায়ে দুই কিশোরকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 12:18 PM
Updated : 29 Sept 2021, 12:18 PM

তাছাড়া তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত দুই কিশোরের বাড়ি জেলার কালাই উপজেলার মূলগ্রাম এলাকায়। তাদের বয়স ১৪ ও ১৬ বছর।

রায় ঘোষণার সময় তারা আদালতে ছিল।

ওই আদালতের পিপি ফিরোজা চৌধুরী মামলার নথির বরাতে জানান, ২০১৯ সালের ১৫ জুন মূলগ্রাম এলাকা থেকে নয় বছরের একটি মেয়েকে অপহরণ করে আমবাগানে নিয়ে যায় দুই কিশোর। মেয়েটি চিৎকার করলে তারা গামছা দিয়ে মুখ বেঁধে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুর বাবা ওই দিনই বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।  ঘটনার তিন মাসের মধ্যে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পিপি বলেন, আসামিদের বয়স ১৮ না হওয়ায় তাদের যশোরের কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ১৮ বছর পূর্ণ হলে তাদের জয়পুরহাট জেলা কারাগারে নিয়ে এসে সাধারণ কয়েদিদের মত রাখার আদেশও দিয়েছে আদালত।