জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী বনি র‌্যাব হেফাজতে

মেস থেকে তুলে নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র বনি আমিন ফকিরকে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে র‌্যাব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 12:03 PM
Updated : 29 Sept 2021, 12:03 PM

বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি বেসরকারি মেস থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনিকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয় বলে তার সহপাঠীরা জানান। তবে র‌্যাব সে সময় তাকে তুলে নেওয়ার কথা অস্বীকার করে।

বুধবার র‌্যাব ৪-এর কমান্ডার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনি র‌্যাব হেফাজতে আছেন। তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি।”

কী ধরনের তথ্য জানতে চাইতে তিনি বলেন, “ওর বাবা আসবে। তিনি আসলে আগামী কাল আমরা বিষয়টি মীমাংসা করতে পারি।”

তবে কোন বিষয়ে কী সমস্যা সে সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।

বনির বাবা আব্দুল জলিল তার ছেলে কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানেন না বলে দাবি করেছেন।

তিনি বলেন, “আমার ছেলে কোথায় আছে তা এখনও জানি না। শুনেছি তাকে র‌্যাব ধরে নিয়ে গেছে।”

র‌্যাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত র‌্যাব বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারও সঙ্গেই আমার যোগাযোগ হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করছি।”