শার্শায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, ২০দিন পর উদ্ধার

যশোরের শার্শার একটি হাসপাতাল থেকে চুরি হওয়ার ২০ দিন পর এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।      

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 06:17 AM
Updated : 29 Sept 2021, 06:28 AM

মঙ্গলবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।

যশোর পিবিআইয়ের এসপি রেশমা শারমিন জানান, গত ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের 'নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার' থেকে শিশুটি চুরি হয়।

এ ঘটনায় নাসিমা খাতুন নামে (৩০) এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

এসপি রেশমা বলেন, গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঝিকরগাছা উপজেলার মধুখালি গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রেক্সনা খাতুন (২৫) নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়ে শিশুর জন্ম দেন। এর দুদিন পর শিশুটি ওই হাসপাতাল থেকে চুরি হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে বাকড়ায় এক নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার ওই নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানান রেশমা।

তিনি বলেন, “যাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তারা জানিয়েছে, অপরিচিত এক নারী তাদের কাছে বাচ্চাটিকে রেখে গিয়েছিল।”

এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে জানান পুলিশের এ কর্মকর্তা।