রাজশাহীতে সাবেক স্ত্রীর মামলায় ১০ বছরের সাজা

রাজশাহীতে সাবেক স্ত্রীর তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তির ১০ বছরের সাজা দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 04:00 PM
Updated : 28 Sept 2021, 04:00 PM

একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আর ছয় মাস কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত গোলাম রসুলের (৩৫) বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রামে।

রসুল পলাতক রয়েছেন।

আদালতের পিপি ইসমত আরা মামলার নথির বরাতে জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে রসুল এক তরুণীকে মোবাইল ফোনে প্রেমের পর বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। তিনি ২০১৬ সালের ২১ অগাস্ট রসুলকে তালাক দেন। পরে ওই তরুণী বাড়ির সামনে একটি খামে তার আপত্তিকর ছবি পান। এ ঘটনায় তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তার কম্পিউটারে তরুণীর ৩৯টি আপত্তিকর ছবি পায়।

পুলিশ গোলাম রসুলকে গ্রেপ্তার করে। পরে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।

পিপি ইসমত আরা বলেন, আটক বা আত্মসমর্পণের দিন থেকে রসুলের সাজা শুরু হবে।