বাগেরহাটে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

বাগেরহাটে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুদিনের কর্মশালা শুরু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 12:23 PM
Updated : 26 Sept 2021, 12:24 PM

রোববার সকালে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে শহরের শালতলার রেস্তোরাঁ ‘ক্যাসেল আসারায়’ এ কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশজন ছেলে ও দশজন মেয়ে অংশ নেয়।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ তৈরি ও ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সোমবার সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান কর্মশালায় অংশ নেওয়া শিশুদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা গড়ে তুলতে হবে। নিজেকে আত্ম মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে।

শিশুদের অধিকার সম্পর্কে নিজে সচেতন হয়ে অধিকার বঞ্চিতদের কথা তুলে আনতে হবে।”

তথ্য প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রযুক্তির ভাল দিকগুলোকে গ্রহণ করে খারাপ দিকগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। “

কর্মশালায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সিয়াজ সিন্ধু ও জ্যেষ্ঠ সাংবাদিক বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার ও প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি সরদার ইনজামামুল হক প্রশিক্ষক হিসেবে রয়েছেন ।

কর্মশালা সঞ্চলনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি ও কর্মশালার সমন্বয়ক অলীপ ঘটক।