রাজশাহীর সাবেক দুই মেয়র মিনু-বুলবুলের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক দুই মেয়রসহ বিএনপির তিন নেতাকে জামিন দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 11:59 AM
Updated : 26 Sept 2021, 11:59 AM

রোববার রাজশাহী মহানগর দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

তাদের আইনজীবী আলী আশরাফ মাখন বলেন, দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিন বিএনপি নেতা। শুনানি শেষে আগামী ধার্য তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত জামিন দেয় আদালত।

ওই দিন তাদের আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করতে হবে।

এর আগে গত ২৫ অগাস্ট এই তিন নেতা হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

তবে এ মামলার অপর আসামি বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এখনও আত্মসমর্পণ বা জামিন আবেদন করেননি।

আইনজীবী আলী আশরাফ জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি দেওয়ার অভিযোগে গত ১৬ মার্চ আদালতে চার বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেন রাজশাহী নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম।