জামালপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জামালপুরে ১৩ বছর আগের একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 11:38 AM
Updated : 26 Sept 2021, 11:48 AM

রোববার দুপুরে জেলার সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. আলম জামালপুরের মিরিকপুর এলাকার আব্দুস সালামের ছেলে।

যাবজ্জীনর পাশাপাশি আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রূপারপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক (৪৫) ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  ২০০৯ সালের ১৮ ডিসেম্বর বিকালে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়।

সেদিন রাতেই সন্ত্রাসীরা আবু বক্করকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর-বকশীগঞ্জ-রৌমারী সড়কের চন্দ্রাবাজ গ্রামের ড্রামব্রিজ এলাকায় লাশ ফেলে পালিয়ে যায়।

এ সময় তারা বক্করের মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় তারা। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ বক্করের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন নিহতের ছোট ভাই মো. হেদায়েতুল ইসলাম সাগর বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।