ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে প্রাণ হারিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2021, 05:35 PM
Updated : 24 Sept 2021, 06:05 PM

রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, শুক্রবার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের ক্লিনিকপাড়ার মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) এবং ছেলে আব্দুল কাদের (৩২)।

পরিবারের বরাতে ওসি জাহিদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে যান আব্দুল কাদের। এ সময় তিনি পানির পাম্পে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।  

“এদিকে সন্ধ্যা হলেও ছেলের খোঁজ না পেয়ে আফরোজা বেগম নাতি নুরকে (৫) সঙ্গে নিয়ে পানির পাম্পের ঘরে যান। সেখানে মাটিতে পড়ে থাকা ছেলের গাযে হাত দিলে আফরোজাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”

এ সময় শিশু নুরের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা সেখানে ছুটে যান এবং পুলিশকে খবর দেন।

ওসি জাহিদ বলেন, বৈদ্যুতিক পানির পাম্পটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তা বুঝতে না পেরেই অসাবধনতা বসত আব্দুল কাদের পানির পাম্পে হাত দেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ছেলের দেহে হাত দিয়ে মা আফরোজাও মারা যান।

সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে; অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।