ময়মনসিংহে ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

ময়মনসিংহে ডাকাত দলের সদস্য সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2021, 11:37 AM
Updated : 24 Sept 2021, 11:37 AM

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে জেলার ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা গুজিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন ময়মনসিংহের ভালুকার মো. নাজিম উদ্দিনের ছেলে মো. আতিকুল ইসলাম (২৮), সিরাগঞ্জের প্রয়াত আবু শেখের ছেলে মো. আ. লতিফ (৪২), মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (২০), বরিশালের প্রয়াত হাকিম আলীর ছেলে মো. আনিস (৫৮), শরীয়তপুরের প্রয়াত শাহা মোল্লার ছেলে মো. হানিফ (৫০), নীলফামারীর প্রয়াত ইমতাজ আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৩৫)।

জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা গুজিয়াম এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। 

“গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।” 

সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।