রংপুরে হয়ে গেল দুদিনের শিশু সাংবাদিকতার কর্মশালা

রংপুরে ক্ষুদে সাংবাদিকদের সনপত্র বিতরণের মধ্য দিয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুদিনের কর্মশালা শেষ হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 04:41 PM
Updated : 22 Sept 2021, 04:41 PM

বুধবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতা, সংবাদ লিখন, সংবাদের ধারণা, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ তৈরি ও ভিডিও সংবাদ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কেও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খানম বলেন, “আজকে তোমরা যারা শিশু রয়েছ আগামী দিনে তোমাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। এজন্য তোমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

আজকেই এই কর্মশালায় যে সকল ক্ষুধে শিক্ষার্থীরা সাংবাদিকতা সম্পর্কে ধারণা নিচ্ছেন, তাদের মাধ্যমেই সমাজের ত্রুটিগুলো সকলের সামনে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক্ষ তাবিউর রহমান প্রধান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ও হ্যালোর জেলা সমন্বয়ক আফতাবুজ্জামান হিরু।

কর্মশালায় রংপুর জেলার ২০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করেন। তারা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।

কর্মশালায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সহযোগী অধ্যাপক্ষ তাবিউর রহমান প্রধান প্রশিক্ষক ছিলেন।