জয়পুরহাটে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 09:27 AM
Updated : 22 Sept 2021, 09:27 AM

সদর থানার ওসি আলমগীর জাহান জানান, মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকিরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ধারকি বাগিচাপাড়া গ্রামের অভয়চন্দ্র সরকারের ছেলে রিপনচন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের প্রফুলচন্দ্র দাসের ছেলে উজ্জ্বলচন্দ্র দাস(২২), পাঁচবিবি উপজেলার দেবখণ্ডা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল মাহমুদ (৩৩) ও বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের অদ্দয় সরকারের ছেলে মুকুল সরকার (২৫)।

ওসি আলমগীর জাহান বলেন, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে খালি পিকআপ নিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি করে এবং সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও কখনও তারা মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়; কখনও কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে পালিয়ে যায়।

গোপন খবরের ভিত্তিতে তাদের ধারালো অস্ত্র ও পিকআপসহ গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।