কুষ্টিয়ায় দুর্গা প্রতিমা ভাংচুর

সারাদেশে পূজার আয়োজন উদ্যোগের মধ্যে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন বেশ কয়েকটি দুর্গা প্রতিমা ভাংচুর করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 08:33 AM
Updated : 22 Sept 2021, 08:33 AM

বুধবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

তবে এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়য়াপাড়া রেললাইন সংলগ্ন আইকা সংঘের অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল।

সকালে মণ্ডপ কমিটির সদস্যরা দেখতে পান সেখানে নির্মাণাধীন প্রায় সবগেুলো প্রতিমার অংশবিশেষ ভাংচুর করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতরা স্থানীয়দের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব নষ্টের চেষ্টা করছে। তাদের দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি করছি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।