নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 07:23 AM
Updated : 22 Sept 2021, 07:23 AM

বুধবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রিক্তা পারভীন (৪৫) নড়াইল সদরের লস্কারপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিরবণে বলা হয়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর লস্করপুর গ্রামে রিক্তার বাড়ি থেকে ৬৪ বোতল ফেনসিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিনজনকে এ মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত।