রংপুরে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

রংপুরে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 02:50 PM
Updated : 21 Sept 2021, 02:50 PM

মঙ্গলবার সকালে রংপুর চেম্বার অব কমার্স কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশানের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ গণমাধ্যম। আর এই গণমাধ্যমের মাধ্যমেই সমাজের ত্রুটিগুলো জনসমক্ষে উন্মোচিত হয়। এক কথায় সাংবাদিকরা সুন্দর সমাজ গঠনে সবসময় কাজ করেন।

আজকে এই কর্মশালায় যেসব ক্ষুদে শিক্ষার্থীরা সাংবাদিকতা সম্পর্কে ধারণা নিচ্ছেন তাদের মাধ্যমেই সমাজের ত্রুটিগুলো সকলের সামনে আসবে বলে তিনি মনে করেন।

তিনি কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানান।

দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর রংপুর জেলা সমন্বয়ক আফতাবুজ্জামান হিরু।

প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সমন্বয়কারী সুলাইমান নিলয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

কর্মশালায় রংপুর জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। শনিবার বিকাল ৪টায় এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হবে।