নরসিংদী শহর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ‘অব্যাহতি’ দিল একাংশ

নরসিংদীতে আওয়ামী লীগের কোন্দলের ধারাবাহিকতায় এবার শহর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘অব্যাহতি’ দেওয়ার ঘোষণা দিল দলের একাংশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 12:07 PM
Updated : 21 Sept 2021, 12:07 PM

বুধবার নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শহর শাখার ওই অংশ সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে অব্যাহতির ঘোষণা দেয়।

কামরুল ও বাচ্চুর বিরুদ্ধে ‘গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলাবিরোধী’ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছে তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক দীপক কুমার সাহা।

উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ফজলুল হক লিটন, কামাল হোসেন, শহর আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আইন উদ্দিন, দীলিপ কুমার সাহা, বিনয় সাহা, জামাল উদ্দিন প্রমুখ।             

মোজাম্মেল ও দীপক বলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছিল ৬৭ জনকে নিয়ে। এদের মধ্যে চারজন মারা গেছেন। এখন ৬৩ সদস্যের

৩৯ জনের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে কামরুল ও বাচ্চুর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এবিষয়ে কিছু জানেন না।

“আমার এব্যাপারে কিছু জানা নেই, আর এটা এটা গঠনতন্ত্র বহির্ভূত,” বলেন তিনি।