সিলেটে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সিলেট নগরীতে বাড়ির ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 07:54 AM
Updated : 21 Sept 2021, 10:04 AM

মঙ্গলবার সকালে নগরীর মজুমদারির কোনাপাড়া এলাকার ৩১ নম্বর বাড়ির থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে এয়ারপোর্ট থানার ওসি খান খান মোহাম্মদ মাইনুল জাকির জানান।

নিহতরা হলেন- মজুমদারির কোনাপাড়া এলাকার মৃত কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) ও তার বোন ফাতেমা বেগম (২৭)।

সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, বাবা মারা যাওয়ার পর থেকে মা ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন রানী ও ফাতেমা।

সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেয়।

রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের পরিবারে প্রায়ই কলহ হত।

সোমবার বিকালেও পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া হয়েছে বলে লোদী জানান। 

নিহতের ভাই রাজন আহমদ জানান, সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুরের এক লন্ডনপ্রবাসীর সঙ্গে রানীর বিয়ের কথা চলছিল। প্রায় ৫০ বছর বয়সী ওই পাত্রের দুই সন্তানও রয়েছে। তবে এ বিয়েতে রাজি ছিল না রানী। রানীর নারাজিতে ফাতেমাও সায় দিচ্ছিল।

এ নিয়ে সোমবার সন্ধ্যায় মায়ের সাথে ঝগড়া হয় দুই বোনের। পরে তারা চাচার বাসায় চলে যায়।পরে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে দুই বোন।

রাজন বলেন, “সকালে বাড়ির একতলা ভবনের ছাদে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রানী ও ফাতেমার ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশিরা আমাদের খবর দেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

ওসি বলেন, “দুই বোন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানাস তিনি।