টঙ্গীতে মালগাড়ি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 07:09 AM
Updated : 21 Sept 2021, 01:16 PM

টঙ্গীর স্টেশন মাস্টার মো. রাকিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর কেরানীর টেক এলাকায় পৌঁছানোর পর তিনটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। ফলে লাইন বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে তিনি বলেন, “উদ্ধারকারী ট্রেন এসে বগি সরিয়ে নিলে তারপর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।”

টঙ্গীতে লাইন বন্ধ থাকায় দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা বিমানমন্দর স্টেশনে আটকা পড়েছে বলে স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান।

রেলওয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক গীতি ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালবাহী ট্রেনের ইঞ্জিন আলাদা করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তবে রিলিফ ট্রেন এখনও পৌঁছেনি।”

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচাল পুরোপুরি বন্ধ রয়েছে।

“তবে উত্তরবঙ্গ থেকে যেসব ট্রেন জয়দেবপুর পর্যন্ত চলে এসেছিল, সেগুলোকে পাইলটিংয়ের মাধ্যমে ধীরে ধীরে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।”