নেত্রকোণায় জমির বিরোধে কৃষককে ‘প্রকাশ্যে মারধর’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জমির বিরোধের জেরে এক কৃষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2021, 09:35 AM
Updated : 20 Sept 2021, 09:35 AM

এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর আলম জানান।

তিনি মামলার নথির বরাতে বলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের কামাল আকন্দের সঙ্গে আব্দুল হামিদ ফকির ও তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলছে।

“এর জেরে বহস্পতিবার বিকালে শুকনাকুড়ি পেট্রোল পাম্পের সামনে কামাল আকন্দকে  মারধরের ঘটনা ঘটে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।”

মামলার পর পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমে জড়িতদের একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

মারধরে আহত কামাল আকন্দকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তার ভাতিজা মাসুদ আকন্দ জানান।

তিনি বলেন, “মরধরে চাচার বাম পা ভেঙে গেছে। আমরা এর বিচার চাই।”