বিনা ভোটে কচুয়া উপজেলার চেয়ারম্যান হচ্ছেন নাজমা

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদে উপ-নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী নাজমা সরোয়ার।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2021, 08:44 AM
Updated : 20 Sept 2021, 08:44 AM

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নি কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।

গত ৫ মে কচুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এসএম মাহফুজুর রহমানের মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, গত ৪ সেপ্টেম্বর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী নাজমা সরোয়ার ১৩ সেপ্টেম্বর মনোয়নপত্র জমা দেন। ১৯ সেপ্টেম্বর ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৭ অক্টোবর ভোট গ্রহণের কথা ছিল। এই নির্বাচনে আর কেউ মনোয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হতে যাচ্ছেন।

সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে বলে তিনি জানান।