ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 05:24 PM
Updated : 19 Sept 2021, 07:16 PM

রোববার সকালে শহরের গোবিন্দনগর এলাকায় বেসরকারি সংস্থা ইএসডিও কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়।

‘আমার চোখে সারাদেশ’ শ্লোগানে এই কর্মসূচির আয়োজন করেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বক্তব্যে জাহাঙ্গীর হোসেন শিশুদের মেধা বিকাশ ও শিশু অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করায় হ্যালোকে ধন্যবাদ জানান।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, “শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রশাসনের কর্মকর্তা নয়, তোমরা যারা আজ শিশু সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছ, তোমাদের মধ্যে যারা বড় হয়ে সাংবাদিকতা করবে, তারা দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার।”

বিশেষ অতিথির বক্তব্যে কর্মশালায় শিশু সাংবাদিকতা ও শিশু অধিকার নিয়ে আলোচনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।

মনসুর আলী বলেন, হ্যালোর আয়োজনে এই ধরনের প্রশিক্ষণ শিশুদের শুধু সাংবাদিকতায় আগ্রহী করে তুলবে না, এর পাশাপাশি শিশুদের অধিকার সম্পর্কেও সচেতন করতে তুলবে।

তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কর্মশালার সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাকের উল্লাহ, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সাংবাদিক নাহিদ রেজা প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁওয়ের সাংবাদিক ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা সমন্বয়ক মো. শাকিল আহমেদ।

দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সমন্বয়কারী সুলাইমান নিলয় ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান।

দ্বিতীয় দিন সোমবার বিকাল ৪টায় কর্মশালার সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিশু অংশগ্রহণ করেছেন।