দুই ঘণ্টা পর সিরাজগঞ্জ-রংপুর ট্রেন চলাচল শুরু

ইঞ্জিন বিকল হয়ে সিরাজগঞ্জ থেকে রংপুরের পথে বন্ধ থাকা ট্রেন চলাচল দুই ঘন্টা বন্ধ স্বাভাবিক হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 12:01 PM
Updated : 19 Sept 2021, 12:01 PM

রোববার বিকাল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিরাজগঞ্জ বাজার স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান জানান।

আহসানুর রহমান বলেন, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে রোববার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ি মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নম্বর ব্রিজ এলাকায় ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

“এরপর লাহিড়ি মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়া ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে উল্লাপাড়া স্টেশনের ২ নম্বর লাইনে রাখা হয়।”

এরপর এই পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে তিনি জানান।