রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুলছে না হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক হলগুলো খোলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 11:53 AM
Updated : 19 Sept 2021, 11:53 AM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের এ কথা জানান।

আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

উপাচার্য বলেন, “আমাদের খারাপ লাগছে যে আমরা ভর্তি পরীক্ষা সময় হল খুলতে পারছি না। একটা জিনিস মাথায় রাখতে হবে অন্যবারের চেয়ে এবারের সিচুয়েশনটা আলাদা। দেশ এখনো অস্বাভাবিক পর্যায়ে আছে।

“করোনাভাইরাস অতিমারীর কারণে সময়ে সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে যৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা এসব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তাই আমরা দ্রুত সময়ের মাঝে হল খুলতে পারছি না।”

ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুদের থাকার অন্য কোনো ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, শনিবার জেলা শহর এবং ক্যাম্পাস সংলগ্ন মেস মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধার দেওয়ার কথা জানিয়েছে।