দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ১১ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ১১ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 03:56 PM
Updated : 18 Sept 2021, 03:56 PM

ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি বিশেষ দল শুক্রবার মধ্যরাতের পর অভিযান চালিয়ে দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার তিনটি মসজিদ থেকে ৪১ জনকে আটক করে।

শনিবার বিকালে তাদের মধ্যে ১১ জনকে দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।

আদালত পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ জনের বিরুদ্ধে অন্তর্ঘাত কার্যকলাপের মাধ্যমে সার্বভৌমত্বে হুমকি সৃষ্টিসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন থানায় পৃথক মামলা হয়েছে। কোতোয়ালি থানায় পাঁচজনের নামে, বিরল থানায় তিনজন ও বোচাগঞ্জ থানায় তিনজনের নামে এই মামলা হয়েছে।

পরিদর্শক বলেন, তাদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২১ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ঠিক করে। দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত এই আদেশ দেয়। আটক অন্যদের মধ্যে সাতজনকে ঢাকায় স্তানান্তর করা হয়েছে। অন্য ২৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।