পায়রা নদীতে জেলের জালে ২ কেজির ইলিশ, বিক্রি ৩ হাজারে

বরগুনার পায়রা নদীতে জেলের জালে ২ কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি ৩ হাজার ১৮০ টাকায় বিক্রি হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 09:31 AM
Updated : 18 Sept 2021, 10:21 AM

শনিবার সকালে তালতলীর স্থানীয় মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন মাছটি আড়ৎদার নান্না জোমাদ্দারের কাছ থেকে কিনে নেন।

এর আগে পায়রা নদীতে তালুকদার কান্দা এলাকার আকাব্বর মাঝি নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ভোরে আকাব্বর মাঝি সঙ্গীদের নিয়ে পায়রা নদীতে জাল ফেলেন। সকাল ৯টার কিছু আগে জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়ে।

এ সময় নৌকায় থাকা সবাই খুশি হয়ে দ্রুত মাছটি বিক্রি করতে তালতলী মাছ বাজারে নিয়ে গেলে নান্না জোমাদ্দার ২ কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশটি আড়তে নিলামে তোলেন।

পরে মাছ ব্যবসায়ী আনোয়ার সর্বোচ্চ ৩ হাজার ১৮০ টাকা দরে মাছটি কিনে নেন।

এ মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম ধরা পড়ে বলে জেলেদের ধারণা।

মৎস্য ব্যবসায়ী আনোয়ার বলেন, “আমার জানামতে এর আগে এ মৌসুমে সর্বোচ্চ ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল। ২ কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশ বিগত দু-তিন বছরে আমি দেখিনি বা কিনতেও পারিনি। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাজারে পায়রা নদীর এত বড় ওজনের ইলিশ দেখে অবাক হয়ে যাই।

“তাই দেরি না করে দ্রুত মাছটি কিনে বিভিন্ন যায়গায় যোগাযোগ করতে থাকি। কয়েকজন ফোন দিয়েছে সঠিক মূল্য পেলেই মাছটি বিক্রি করব।”

তালতলী উপজেলা মৎস্য অফিসার মো. মাহাবুবুল আলম বলেন, “এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে দুই কেজি ওজনের পাওয়া যায়নি। পায়রা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে।

“ইলিশ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণেই এই সুফল মিলেছে।”

এ মৌসুমে এ রকম বড় পদ্মার ইলিশ আরও ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা এ মৎস কর্মকর্তার।