যশোরে ডোবা থেকে ৩০ হাতবোমা উদ্ধার

যশোরের অভয়নগরে একটি ডোবা থেকে ৩০টি হাতবোমা ও ‘উচ্চ’ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরির উপকরণ উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 06:11 PM
Updated : 17 Sept 2021, 06:11 PM

উপজেলার রাজঘাট মাছবাজার এলাকায় শুক্রবার বিকালে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহম্মেদ জানান।

মোসতাক আহম্মেদ বিকালে সংবাদ ব্রিফিংয়ে বলেন, গত ১৪ সেপ্টেম্বর যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে শহিদুল ইসলাম শাপ্পা নামে এক ব্যক্তি মরা যান। এ ঘটনায় র‌্যাব ও পুলিশ ব্যাপক তথ্য অনুসন্ধানে নামে।

“র‌্যাবের গোয়েন্দা অনুসন্ধানে রাজঘাটের শহিদুল ইসলাম শাপ্পার বাড়ির পাশে ডোবার মধ্যে বোমার সন্ধান মেলে।

“পরে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে সেখান থেকে ৩০টি ককটেল [হাতবোমা] ও দেড় কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়; যা দিয়ে অনেকগুলো বোমা তৈরি করা যেত।”

বোমা তৈরির উপকরণ নিক্রিয় করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মোসতাক বলেন, কারা কী উদ্দেশ্যে এই বোমা তৈরি ও মজুদ করছে তা উদ্ঘাটনের জন্য র‌্যাব ও পুলিশ কাজ করছে।

ব্রিফিংকালে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মাহফুজুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।