কুমিল্লায় মসজিদে খুতবা নিয়ে সংঘর্ষ, এক জন নিহত

কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুম্মার খুতবাকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে  এক জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত সাত জন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 04:34 PM
Updated : 17 Sept 2021, 04:34 PM

উপজেলার কুড়াখাল গ্রামে শুক্রবার এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবু হানিফ খান (৪৫) কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

আহতদের মধ্যে ইমন খান (২৪) ও আবুল খায়েরের (৪৮) নাম জানা গেছে। আবুল খায়েরকে ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন স্থানীয়দের বরাতে জানান, দুপর দেড়টার দিকে বাঙ্গরা বাজার কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে খুতবা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুদল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাংগরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, দুপুরে কুড়াখাল মসজিদে জুমার নামাজের খুতবার আজান মসজিদের ভেতরে নাকি মসজিদের বাইরে দেবে এ নিয়ে দুই দলের সংঘর্ষ বাধে। এ ঘটনায় ৬/৭ জন আহত হয়।

“আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে হানিফ নামে একজন মারা যান।”

এছাড়া আবুল খায়ের নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে; জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাঙ্গরা বাজার থানার পরিদর্শক ( তদন্ত ) ফারুক হোসেন আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মুরাদনগর উপজেলার ৭ নম্বর বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন জানান, মসজিদের খুতবার আজান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাদের শান্ত করা হয়।